ভালুকায় চাঁদা তুলে অসহায় পরিবারের মাঝে ঈদ বাজার বিতরণ
প্রকাশিতঃ ১:০৮ পূর্বাহ্ণ | জুন ১৪, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকায় সমাজের বিত্তবানদের কাছথেকে চাঁদা তুলে শতাধিক অসহায় পরিবারকে ঈদ বাজার তুলে দিয়েছে স্বপ্নকূঁড়ি নামের একটি স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকরা । স্বপ্নকূঁড়ি ঈদ বাজার নামক ইভেন্টের ইভেন্ট হোস্ট ছিলেন স্বপ্নকূড়ি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম রিটন, সহকারী শিক্ষক রুমান ভূঁইয়া, রাসেদ রানা ও টেলেন্টড বয়েজ।
ঈদ বাজার ইভেন্টের সার্বিক সহযোগীতায় ছিলেন সমাজ সেবায় উৎসাহমূলক স্বেচ্ছাসেবী সংগঠন অভ্যুদয়।
বোধবার বিকালে উপজেলা মল্লিকবাড়ি ইউনিয়নের বর্তা গ্রামের স্বপ্নকূঁড়ি অইডিয়াল স্কুল মাঠে ওই ঈদবাজার দেওয়া হয়। ঈদবাজার সামগ্রীতে ছিলো পোলাওয়ের চাল, চিনি, সেমাই, সাবান, নারিকেল, তেল, মেহিদী।
স্বপ্নকূঁড়ি ঈদ বাজারের ইভেন্ট হোস্ট রফিকুল ইসলাম রিটনের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি প্রভাষক আ.খ.ম আফজাল হোসেন, অভ্যুদয় সভাপতি মো. আসাদুজ্জামান সুমন, ছাত্রলীগ নেতা আবু হানিফ, আকাক্সক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ফাউন্ডার আব্দুল্লাহ আল হাসান, অভ্যুদয় যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জুনায়েত হোসেন রিপেল, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মিসবাহ আব্দুল্লাহ জিহাদী প্রমুখ।
স্বপ্নকূঁড়ি ঈদ বাজারের ইভেন্ট হোস্ট পরিচালকরা জানান, আমরা সমাজের বিত্তবানদের সহযোগীতায় ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এই ক্ষুদ্র প্রচেষ্ঠা। আমরা প্রায় ৫০হাজার টাকায় ১০৫টি অসহায় গরীব পরিবারের মধ্যে ঈদ সামগ্রী দিতে সক্ষম হয়েছি। আমাদের এই উদ্যোগকে যারা স্বাগত জানিয়ে অর্থ দিয়ে সহযোগীতা করেেছন সব কৃতিত্বের দাবিদার তাঁরা। আমারা গত ঈদেও প্রায় ৫০টি পরিবারের মাঝে ঈদ বাজার উপহার দিয়ে তাদের পাশে দাড়িয়ে ছিলাম।