“প্রত্যেক ঈদের সময়ই সজীব আমগর খোঁজখবর নেয়”
প্রকাশিতঃ ৮:২২ অপরাহ্ণ | জুন ১৪, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর : “প্রত্যেক ঈদের সময়ই সজীব আমগর খোঁজখবর নেয় আর উপহার দেয়। আঙ্গরে মায়েন মতন জড়াইয়া ধরে। সজীবের মত বালামানুষ খুব কমই আছে, আল্লাহ সজীবের ভালা করুন”। কথাগুলো বলতে বলতে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন সাকিমন নামের এক বৃদ্ধা প্রতিবন্ধী।
ঈদ আনন্দ ভাগাভাগি করতে অসহায় প্রতিবন্ধীদের ঈদ উপহার দিয়ে পাশে দাঁড়িয়েছেন ভালুকা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীব। তাঁর ব্যক্তিগত উদ্যোগে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে অসহায় প্রতিবন্ধীদের মাঝে ওই ঈদ উপহার বিতরন করেন।
বৃহস্পতিবার বিকালে উপজেলার ভরাডোবা ইউনিয়নে ময়মনসিংহ ডিজএ্যাবন্ড পিপলস অর্গানাজেশন টু ডেভেলপমেন্ট নামের একটি সংগঠনের প্রায় ১শত প্রতিবন্ধীদের মাঝে শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন।
উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহরিয়ার হক সজীব জানান, বাংলার দুঃখী মানুষের শেষ ঠিকানা জননেত্রী শেখ হাসিনা ইতি মধ্যে শতভাগ বয়ষ্ক ভাতা ও প্রতিবন্ধী ভাতা নিশ্চিত করেছেন। জননেত্রীর সাথে যদি এই অসহায় মানুষের পাশে সমাজের বিত্তবানরা একটু এগিয়ে আসে তাহলে এসব প্রতিবন্ধীরা পরিবারের বোঝা হবেনা। তাছাড়া প্রতিবন্ধীরা মানুষের বাড়ি বাড়ি ঘুরে যাকাত ফেৎরা উঠাতে পারেনা। তাই আমি প্রতিবছরই আমার সাধ্যমত চেষ্ঠা করি তাঁদের পাশে দাঁড়াতে। সমাজের বিত্তবানদের প্রতি আমার আহবান থাকবে এদের পাশে দাঁড়ানোর।
ঈদ সামগ্রী বিতরণের সময় শাহরিয়ার হক সজীবের সাথে আরও উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহাগ, সহ সভাপতি সাদিকুল ইসলাম সোহাগ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক বিশাল, দপ্তর সম্পাদক লুৎফর রহমান নাদিম , সহ সম্পাদক আকরামুল হক, ভরাডোবা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিউল আলম সোহেল ও ছাত্রলীগ নেতা সাব্বির হাসান প্রমুখ।