হারানো ভালোবাসা
প্রকাশিতঃ ৩:২৯ অপরাহ্ণ | জুন ২২, ২০১৮

শেখ সাদিয়া আরাফিন:
হারিয়ে ফেলেছি সব স্বপ্ন হারিয়ে ফেলেছি সব আশা
হারিয়ে ফেলেছি সব প্রেম আর সব ভালবাসা
বেঙ্গে গেছে সব পূর্ণতা বেঙ্গে গেছে মন
আর পিছু ডেকনা আমায় করোনা নিমন্ত্রণ
হারিয়ে যাব আনেক দুরে হারিয়ে যাব আজানায়
তুমি ডেকোনা আমায় পিছু সেই পুরুনো সুর ধরে
কতোনা যতনে রেখেছিলাম তোমায় হৃদয় অলিঙ্গনে
ভুলে গেছ কি তুমি মনেকি পরেনা একটু ক্ষনে ক্ষনে
হয়তো ব্যর্থতা আমারি ছিল তাই নিতে পারনি মেনে
কতো না রাত কতোনা নিশি কেটেছে তোমার অপেক্ষায়
ভালবেসে তুমি দিলেনা আমায় তোমার মনে ঠাই
ভালথেক প্রিয় ভালথেক তুমি এটাই আমার চাওয়া
না পাওয়ারর ব্যথা সব আমারি থাক তোমার হক সব পাওয়া