|

স্বপ্ন শুধুই অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্ন,

প্রকাশিতঃ ১২:১৮ পূর্বাহ্ণ | জুন ২৩, ২০১৮

তৌহিদুর রহমান রাসেল:

স্বপ্ন শুধুই অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্ন,

রাস্থায় বেড়ে উঠা _

বেওয়ারিশ শিশুটিও ঘোর স্বপ্নে ভর করে,

তার স্থান থেকে উৎড়ে সময়কে বদলাতে চায়,

বদল করতে চায় নিজেকে,

গড়তে চায় নিজ রাজ্যকে।

সভ্য মানুষের,

সভ্য চালনায়,

রাস্থায় বেড়ে উঠা বেওয়ারিশ শিশুটি দূর্ভাগ্যের কড়াঘাতে,

পথের পথিকেই রাজাহীন রাজ্য খুজে।

এই আমার সমাজ,

আজব আমার_সমাজের,

সমাজ চালনার ফানুস।

লেখক: ছাত্রলীগ নেতা ও স্বেচ্ছাসেবী

Print Friendly, PDF & Email