|

ভালুকায় এ্যান্টিবায়োটিক সচেতনতামূলক প্রোগ্রাম

প্রকাশিতঃ ১১:৪৪ অপরাহ্ণ | জুন ২৫, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর:  ভালুকা মেডিকেল স্টুডেন্টস এন্ড ডক্টরস এসোসিয়েশন (BMSDA) এর আয়োজনে এ্যান্টিবায়োটিক সচেতনতামূলক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ে ওই এ্যান্টিবায়োটিক সচেতনতামূলক প্রোগ্রামটি হয়।

অনুষ্ঠানে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের এন্টিবায়োটিক এর ব্যবহার, নিয়মাবলী, অপ্রয়োজনে, অযৌক্তিকভাবে, অসম্পূর্ণ মেয়াদে ব্যবহারের কুফল সম্পর্কে আলোচনা করা হয় ও রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী এন্টিবায়োটিক সেবন করতে অনুরুধ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে  সাবেক ভারপ্রাপ্ত ভালুকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তাক হোসেন,ডাঃ মোঃ ফরিদ উজ জামান, ডাঃ গোলাম নবী শাওন, ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খন্দকার মোস্তাক আহমেদ জুয়েল।

ভালুকা মেডিকেল স্টুডেন্টস এন্ড ডক্টরস এসোসিয়েশন এর পক্ষে অনুষ্ঠানের সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন অমিত ঘোষ, মিশু মোস্তাফিজ, অনিক সাহা, আব্দুল্লাহ আল হাসান, রানা মোস্তাফিজ, স্মিতা মনি সহ সকল সদস্য।

অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেন ভালুকা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ একরাম উল্লাহ,  ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খন্দকার মোস্তাক আহমেদ জুয়েল।

Print Friendly, PDF & Email