ভালুকায় বনের জমি দখল করে বাড়ি নির্মান
প্রকাশিতঃ ৭:১৮ অপরাহ্ণ | জুলাই ০৪, ২০১৮

এ আর শ্রাবন, ভালুকার খবর: ভালুকা উপজেলা হবিরবাড়ী বিটের অধীনে হবিরবাড়ী মৌজায় ১৯ নং দাগে ৭২ শতক সরকারী বনের জমি দখল করে বাড়ি নির্মানের অভিযোগ উঠেছে। স্থানীয় আবুল হোসেন বিরোদ্ধে এ অভিযোগ উঠেছে।
জানাযায়, হবিরবাড়ী বিটের সাবেক কর্মকর্তা হাফিজুর রহমান এর সাথে আলোচনা করে ৭২ শতক জমি দখল বুজে পেয়েছেন আবুল হোসেন। তার দাবী মোটা অংকের টাকার বিনিময়ে ঐ দাগের ৭২ শতক জমি বিট কর্মকর্তা হাফিজুর রহমান অলিখিত ভাবে দখল বিক্রি করেছেন। একই দাগে আব্দুল খালেক নামে অপর এক ব্যাক্তি বনের ২৭ শতক জমি দখল করে নির্মান করছে বাড়ি।
এব্যাপারে ভালুকা রেঞ্জ কর্মকর্তা হাবিবুল্লাহ জানান অবৈধ ভাবে বনের গেজেট ভূক্ত জমিতে বাড়ি নির্মানকারী আবুল হোসেন ও আব্দুল খালেকের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রকাশ ভালুকা উপজেলার ভালুকা ও উথুরা রেঞ্জের ৫টি বিটের অধিনে প্রায় ২৪ হাজার একর বনের গেজেট ভূক্ত বনভূমি থাকলেও তা পর্যায়ক্রমে বন বিভাগের অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজসে অবৈধ ভাবে দখল করে নিচ্ছে শিল্পপতি ও ভূমি দস্যুরা। বর্তমানে ৮ হাজার একর সংরক্ষিত বনভূমি আছে বলে বন বিভাগ দাবি করলেও তা ৬ হাজার একর এর নিচে চলে এসেছে, ফলে সরকার কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।