|

কেন ভিক্ষায় শিশুর অংশগ্রহন?

প্রকাশিতঃ ৩:২১ পূর্বাহ্ণ | জুলাই ১৩, ২০১৮

প্রভাষক আনোয়ার হোসেন তরফদারঃ
ভিক্ষা করা আর ভিক্ষা চাওয়া আমাদের সমাজের ভিতর একটা রোগ বা অভ্যাস হে আবার ভিক্ষা চাইবে এমন লোক, আসলে সে অস্বচ্ছ চলতে পারেনা ভরন পোষন করার মত আবার কেহ নেই সে ভিক্ষা চাইলে কষ্ট হয়না দিতে মন চায় তবে সেটা সমস্যা ততটা না, আমরা প্রতিদিন কি দেখি অবুঝ শিশুরা ভিক্ষা করে রাস্তার পাশে বাজারে প্রতিষ্ঠানের কাছে বা কোন লোক পেলে হাত পাতে অহরহ এই বাচ্চা গুলো কারও কাছে টাকা পায় কারও কাছে পায় না। কেউ কিছু দেয় আবার কেহ গলাধাক্কা দেয়। আবার অনেকে বাজে কথা বলে গালি দেয়। এই শিশুরা কখনও ভাড়াটে ভিক্ষুক হয়ে থাকে আবার কিছু বংশ গত ভিক্ষুক হয়ে থাকে, ভিক্ষা বৃত্তির আসল কারন হলো দারিদ্র্যতা দারিদ্র্যর কারনে পরিবার থেকে সন্তান বিক্রয় হয়। তবে বলতে চাই দারিদ্রতার জন্য ভিক্ষা করে কম লোক, অভ্যাসের কারনে ভিক্ষা করে বেশি লোক। আমাদের সমাজের মাঝে আমরা প্রায় দেখতে পাই, কিছু কিছু মাদ্রাসার উস্তাত দের কে যারা অবুঝ শিশুদের দিয়ে ভিবিন্ন জায়গায় টাকা তুলে কিন্তুু কেন? আবার ধর্মীয় সভাতে টাকা আদায় করতে পাঠানো হয় শিশুদের কে কেন এগুলো হয় আমাদের সমাজে আপনারা কি বুঝেন না আজ যে শিশুটিকে এসব ভিক্ষার কাজে ব্যাবহার করছেন সে আগামীতে অনেক বড় হতে পারে, কিন্তুু তার মনটা থাকবে অনেক নিচু তাই অনুরুদ করি লেখার মাধ্যমে ছোট মাসুম বাচ্চাদের দিয়ে এসব করাবেন না, এসব করতে হলে বড় যারা আছেন তারা এগিয়ে আসেন, আজকের শিশু আগামীদিনের সম্পদ।

লেখকঃ প্রকাশক ভালুকার খবর ও প্রভাষক ভালুকা ত্রিশাল মৈত্রী কলেজ।

Print Friendly, PDF & Email