ভালুকায় ডাকাতিয়া অনার্স এ্যাসোসিয়েশনের নয়া সাধারণ সম্পাদক চেয়ারম্যান
প্রকাশিতঃ ৩:৩৭ পূর্বাহ্ণ | জুলাই ১৪, ২০১৮

স্টাফ রিপোর্টার, ভালুকার খবর: ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়ন অনার্স এ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজের মেধাবী ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল হাসান (চেয়ারম্যান)। ওই ইউনিয়নের মো. আফাজ উদ্দিনের কনিষ্ট ছেলে আব্দুল্লাহ আল হাসান (চেয়ারম্যান)।
শুক্রবার বিকালে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আংগারগাড়া বাজারে সংগঠনের উপদেষ্টামন্ডলীগণ সর্বসম্মতিক্রমে ওই সিদ্ধান্ত নেয়|
উপদেষ্টামন্ডলির ১৩জন সদস্যের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মো. আলী আহাম্মেদ রাজকে তাঁর দায়িত্ব অবহেলার কারণে অব্যাহতি প্রদান করা হলো এবং একই সাথে ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল হাসান কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হলো।
আব্দুল্লাহ আল হাসান (চেয়ারম্যান) বলেন, “ডাকাতিয়া ইউনিয়ন অনার্স এ্যাসোসিয়েশন একটি ঐতিহ্যবাহী সংগঠন। আমাদের ইউনিয়নের সর্বোচ্চ শিক্ষিত ব্যাক্তিদের সমন্বয়ে সংগঠনটি গঠিত। আমি আমার সর্বোচ্চটা দিয়ে সংগঠনটিকে এগিয়ে নিতে চেষ্টা করবো। সংগঠনের উপদেষ্টা কর্মকর্তা ও ডাকাতিয়াবাসীর দোয়া ও সহযোগীতা চাই”।