জাতীয় শিক্ষা সপ্তাহে ভালুকায় এ্যাপোলো‘র শ্রেষ্ঠত্বের একগাদা অর্জন
প্রকাশিতঃ ৯:০৫ অপরাহ্ণ | জুলাই ২৪, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ ভালুকা উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (কারিগরি) নির্বাচিত হয়েছে এ্যাপোলো ইনস্টিটিউট অব কম্পিউটার । শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কারিগরি)- অধ্যক্ষ এ.আর.এম. শামছুর রহমান, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক- শেখ মো: এমরান, শ্রেষ্ঠ শিক্ষার্থী- তামান্না আফরিন, রচনা- তামান্না আফরিন, বিতর্ক- সানোয়ার হোসেন আকাশ, ক্বেরাত- মাহমুদুল হাসান, হামদ-নাত- মো: ইয়াসিন, দেশাত্মবোধক সংগীত- মিজানুর রহমান, রবীন্দ্র- টিপু সুলতান, লোক সংগীত- পরেশ দাস, উচ্চাঙ্গ নৃত্য- শিপু সাহা, লোক নৃত্য- সংগীতা কোচ।মোট ১৩ টি পুরষ্কারে পুরষ্কৃত হয়েছেন প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, উক্ত প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ এ.আর.এম. শামছুর রহমান একাধিক বার জেলায়ও শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখেছেন।