|

মমেক এর ম-৩০ ব্যাচের রজত জয়ন্তী উদযাপন

প্রকাশিতঃ ১:১৬ পূর্বাহ্ণ | জুলাই ২৫, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ এর ৩০ তম ব্যাচের (এম-৩০) ২৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী ওই উৎসবের প্রথম দিন শনিবার রাত থেকে আগমন ঘটে দেশের বিভিন্ন স্থানে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকদের।

রবিবার সকালে মমেক ক্যাম্পাস থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। ব্যানার, ফেস্টুন, মহিলারা মাথায় ফুলের মুকটসহ প্রাক্তন শিক্ষার্থীরা এক রং ও ডিজাইনের শাড়ি পাঞ্জাবী পড়ে র‌্যালীতে অংশ নেয়। তাঁদের কেউ কেউ স্বামী-সন্তান নিয়ে আবার কেউ তাঁর স্ত্রী-সন্তানসহ এ মিলনমেলায় যোগ দেন। মধ্য বয়স্ক এসব প্রাক্তন শিক্ষার্থীর আড্ডা, নাচানাচিতে পুরো ক্যাম্পাস যেন ছেলে-বুড়োর আনন্দের মিলনমেলায় পরিণত হয়েছে।ৎ

সারাদিন ব্যাপি অনুষ্ঠান মালায় ছিল কেক কাটা, স্মৃতিচারণ, নৌকা ভ্রমণ, সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল থেকে রাত পর্যন্ত ছিল বুফে খাবারের ব্যবস্থা। বিদেশে অবস্থানকারী তাদের সহপাঠী চিকিৎসকগণও যোগ দিয়েছিলেন অনলাইনে।

Print Friendly, PDF & Email