|

 হার মানা ভালোবাসা

প্রকাশিতঃ ৭:৫৫ অপরাহ্ণ | জুলাই ২৫, ২০১৮

শাফিউল কায়েস:
তোমার অপেক্ষায়  কেউ
সারাটি জীবন কাটিয়ে দিতে পারে,
সে ধারণা  হয়তো তোমার ছিলো না;
আমি দেবদাস হতে চাই নি,
তোমায় ছাড়া স্বপ্নের কোন  রাজ্য গড়তেও চাই নি,
আমার ভালোবাসার ছোট্ট কুঁড়েঘরে
অনেক আদরে রাখতে চেয়েছিলাম তোমাকে ;
অজস্র  বিকেলবেলা একসাথে  কাটিয়েছি দুজনে,
তবুও তোমাকে এক কাপ কফি খাওয়াতে পারি নি৷
অনেক জন্মদিন  চলে গেছে,
তবুও তোমাকে আজ পর্যন্ত  কোন উপহার দিতে পারি নি৷
স্বপ্ন ছিলো আকাশচুম্বী, ভালোবাসা ছিলো অসীম;
রিক্ত হস্ত,শূন্য পকেটে ;
তাই তোমার কাছে আমার ভালোবাসা
কর্পূরের মত গেছে  উড়ে৷
লেখক: শিক্ষার্থী, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা   বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল,গোপালগঞ্জ৷
Print Friendly, PDF & Email