ভালুকায় স্বেচ্ছাসেবকলীগের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশিতঃ ৭:৩৮ অপরাহ্ণ | জুলাই ২৭, ২০১৮

প্রভাষক অানোয়ার হোসেন তরফদান, ভালুকার খবর: নানা কর্মসূচির মধ্য দিয়ে ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণঢ্য আনন্দ র্যালী বের হয়। র্যালীটি পুনরায় একই স্থানে মিলিত হয়ে উপজেলা পরিষদ হল রুমে একটি কেক কাটে দলীয় নেতাকর্মীরা।
পরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন শিবলীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তুফা, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি আশরাফুল ইসলাম র্জজ, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, হাজী রফিকুল ইসলাম প্রমুখ।