আটক শিক্ষার্থীদের মুক্তির দাবী এরশাদের
প্রকাশিতঃ ৩:৫২ অপরাহ্ণ | আগস্ট ১৮, ২০১৮

ডেস্ক রিপোর্ট, ভালুকার খবর: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, মাতৃভুমি রংপুর থেকেই আগামী জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলাম। তিনি বলেন, বিএনপি এই নির্বাচনে অংশ নিলে জোটগতভাবে নির্বাচন আর অংশ না নিলে এককভাবে নির্বাচন করবো।
শনিবার দুপুরে রংপুরে ঈদুল আযহা পালনসহ পাঁচ দিনের সফরে এসে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।
এরশাদ বলেন, কে, কী আশা করলো তা নিয়ে আমাদের কিছু যায় আসে না। রংপুরের ২৩টি আসনই আমরা চাই। বিএনপির অবস্থা ভালো নেই উল্লেখ করে এরশাদ বলেন, বিএনপি আসবে কী আসবে না, তারাই ভালো জানেন।
জাতীয় পার্টি নির্বাচনমুখি দল, নির্বাচনে তার দল অংশ নেবে জানিয়ে নিরাপদ সড়ক আন্দোলনে আটক শিক্ষার্থীদের মুক্তির দাবী করেন দেশের সাবেক এই প্রেসিডেন্ট।
এসময় দলের মহাসচীব রুহুল আমীন হাওলাদার, ছোটভাই জিএম কাদের, সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
পরে তিনি মজিদা খাতুন মহাবিদ্যালয়ে স্থানীয় জাপা আয়োজিত ঈদে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।