|

ত্রিশালে মুক্তিযোদ্ধা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশিতঃ ৩:৪২ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৪, ২০১৮

ত্রিশাল প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে চাঞ্চল্যকর মুক্তিযোদ্ধা আবদুল মতিন মাষ্টার হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ সহস্রাধিক মানুষের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আব্দুল মতিন সরকার, সাবেক সাংসদ রুহুল আমীন মাদানী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. জালাল উদ্দিন খান, জেলা আওয়ামী লীগ নেতা আহম্মদ আলী আকন্দ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, হামিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগ নেতা ফজলে রাব্বী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান, উপজেলা যুবলীগ সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক ইমরান হোসেন প্রমুখ।

বক্তারা অবিলম্বে সকল হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
গত ৩ জুলাই মঠবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মতিন মাষ্টারকে (৬৫) গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। থানা এবং ডিবি পুলিশ হত্যাকান্ডের ঘটনার রহস্য উদ্ঘাটন করতে না পারলে ১৩ আগস্ট মামলাটি পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। পরে ১৮ দিনের মধ্যে রহস্য উদ্ঘাটন, হত্যাকান্ডে ব্যবহৃত দা-কুড়াল ও ঘটনার সঙ্গে জড়িত ৭ জনের মধ্যে পাঁচ জনকে আটক করে পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশন।

Print Friendly, PDF & Email