এবার লন্ডন থেকেও প্রকাশিত হতে যাচ্ছে বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিতঃ ৯:৫৫ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৫, ২০১৮

ডেস্ক রিপোর্ট, ভালুকার খবর: এবার লন্ডন থেকেও প্রকাশিত হতে যাচ্ছে বাংলাদেশের সর্বাধিক প্রচারিত পত্রিকা বাংলাদেশ প্রতিদিন। অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ইউরোপের সবচেয়ে বেশি বাঙালি অধ্যুষিত শহরটিতে দৈনিকটি প্রকাশের মুখ দেখবে। বাংলাদেশ প্রতিদিনের লন্ডন সংস্করণটি প্রকাশিত হবে সপ্তাহে একদিন। বর্তমানে উত্তর আমেরিকায় এটি সপ্তাহে একদিন প্রকাশিত হচ্ছে।
বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম বলেন, উত্তর আমেরিকায় ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে আমরা ইউরোপে প্রবেশ করছি। লন্ডন থেকে প্রকাশিত সংখ্যাটি প্যারিস ও রোমেও পাওয়া যাবে। আপাতত সপ্তাহে একদিন প্রকাশিত হবে ইউরোপ সংখ্যা বাংলাদেশ প্রতিদিন। এরপর আমরা মধ্যপ্রাচ্যে প্রবেশ করবো।
তিনি বলেন, প্রিন্ট মিডিয়া যখন বিশ্বব্যাপী চ্যালেঞ্জের মুখে, ঠিক তখনই একটি বাংলা পত্রিকাকে আন্তর্জাতিক অবস্থানে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছি আমরা। চ্যালেঞ্জ গ্রহণ করার মধ্যেও আনন্দ থাকে। বাংলাদেশ প্রতিদিন সেই চ্যালেঞ্জ নিয়েই বাংলাদেশে প্রচারসংখ্যার শীর্ষে অবস্থান করছে। আমি বিশ্বাস করি বাংলাভাষার পাঠকদের কাছে বাংলাদেশ প্রতিদিন একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। হয়ে থাকবে আস্থার প্রতীক।
পত্রিকাটির সম্পাদক আরও বলেন, সাফল্য অর্জনের চেয়ে তা ধরে রাখা আরো কঠিন। সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করে এবং নতুন নতুন লক্ষ্য নিয়ে প্রতিদিন জোর কদমে এগিয়ে চলেছে বাংলাদেশ প্রতিদিন, এগিয়ে যাবে বিশ্বজুড়ে।