|

ময়মনসিংহে নারীর ক্ষমতায়ন শীর্ষক আলোচনা ও মত বিনিময়

প্রকাশিতঃ ৫:৫৩ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১০, ২০১৮

মো. ওয়াহিদুল ইসলাম, ময়মনসিংহ : আইসিটি ইকোসিস্টেমে নারীদের অংশগ্রহণ, আইসিটিকে ব্যবহার করে নারীদের দক্ষতা  ও সক্ষমতা বৃদ্ধির লক্ষে নারীদের অংশগ্রহণ এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করে নারী উদ্দ্যোক্তা তৈরী সহ প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায় শীর্ষক প্রকল্পে প্রশিক্ষণার্থীদের সাথে আলোচনা ও মত বিনিময় সভা আজ ১০সেপ্টেম্বর (সোমবার) সকালে ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিম আহমেদ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনিছুর রহমান, সহকারী (কমিশনার আইসিটি), শরিফুল ইসলাম, (সহকারী প্রোগ্রামার), ডিসেন্ট এক্ট ইন্টারন্যাশনাল এর প্রজেক্ট কোর্ডিনেটর ঝরা মনি বিশ্বাস ও প্রশিক্ষণ পরিচালনাকারী প্রতিষ্ঠান এর প্রতিনিধিগণ ।
তিনটি ক্যাটাগরিতে এই প্রজেক্টের আওতায় ময়মনসিংহ সদর উপজেলার পাঁচ শতাধিক নারী প্রশিক্ষনার্থীরা আট মাসব্যাপী উচ্চতর প্রশিক্ষনের সুযোগ পাবে।
Print Friendly, PDF & Email