|

বিয়ে বাড়িতে মিথিলা ও স্পর্শিয়ার সঙ্গে মোশাররফ করিমের নাচ

প্রকাশিতঃ ১২:০৭ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৬, ২০১৮

ডেস্ক রিপোর্ট, ভালুকার খবর: বিয়ে বাড়িতে নাচলেন নাটকের জনপ্রিয় তিন মুখ। ‘মন খুলে হয়ে যা রে লাউড, দাওয়াতে নাচবে ফুল ক্রাউড’ এমন কথার একটি বিয়ের গানের সঙ্গে নেচেছেন অর্চিতা স্পর্শিয়া। তার সঙ্গে তাল মিলিয়েছেন মোশাররফ করিম ও মিথিলা। ‌’দাওয়াত’ শিরোনামের এই গানটি এখন সবার জন্য উন্মুক্ত। বাংলাফ্লিক্স ও বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে উপভোগ করা যাচ্ছে গানটি।

শর্মি হোসেইন ও অম্লান চক্রবর্তীর কথায় এর সুর ও সঙ্গীতায়োজন করেছেন অম্লান চক্রবর্তী।  গানটিতে কণ্ঠ দিয়েছেন তৃষা চ্যাটার্জি। বাংলালিংক নিবেদিত রেদওয়ান রনি পরিচালিত ‌’বিয়ের দাওয়াত রইলো’ টেলিছবিতে ব্যবহৃত হয়েছে এই গান।

মোশাররফ করিম, মিথিলা, মনোজ কুমার, সুমন পাটোয়ারী, মুকিত জাকারিয়া অভিনীত হাস্যরসাত্মক ‘বিয়ের দাওয়াত রইলো’ ঈদে দর্শকদের বাড়তি আনন্দ দিয়েছে। এবার এলো প্রতীক্ষিত ‌’দাওয়াত’ গানের ভিডিও। একই টেলিছবিতে হৃদয় খান ও আনিকার গাওয়া ‌’লুকোচুরি প্রেম’ গানটিও প্রশংসা পেয়েছে।

Print Friendly, PDF & Email