ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত
প্রকাশিতঃ ১২:০৮ পূর্বাহ্ণ | সেপ্টেম্বর ২৩, ২০১৮
স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত নির্বাচনে মোট ১৬৭১ জন ভোটারের মধ্যে ৯৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সংরক্ষিত নারী অভিভাবক পদে দুই জন এবং সাধারণ অভিভাবক পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বনিদ্বতা করেন। তাদের মধ্যে সংরক্ষিত নারী অভিভাবক পদে আছমা খাতুন ৬২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ অভিভাবক পদে সাংবাদিক আব্দুল ওয়াদূদ মিয়া পেয়েছে ৭০৩ ভোট, সাংবাদিক মীর গোলাম সাকলায়েম ফাহাদ পেয়েছেন ৫৪২ ভোট, সাংবাদিক এম. এ মালেক খান উজ্জল পেয়েছেন ৫৩২ ভোট ও আজিজুল হক ঢালী ৫০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ চাঁন মিয়া রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন।


