|

ময়মনসিংহে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সার্ভেয়ারদের কমিটি গঠন

প্রকাশিতঃ ১১:২৩ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৩, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ইনস্টিটিউট অব ডিপ্লোমা সার্ভে ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিএসইবি) ময়মনসিংহ জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। রবিবার দুপুরে ময়মনসিংহ পৌরসভা অডিটরিয়ামে কমিটি গঠনের সময় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আবুল কাশেম।

কমিটিতে ময়মনসিংহ এল এ শাখার সার্ভেয়ার মো. রফিকুল ইসলামকে সভাপতি ও ভালুকা উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সেলিম হাসানকে সাধারণ সম্পাদক করে মোট ১৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।

সাধারণ সভা ও কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ইনস্টিটিউট অব ডিপ্লোমা সার্ভে ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিএসইবি) কেন্দ্রীয় কমিটির আহবায়ক মো. হুমাউন কবির তুষার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ইনস্টিটিউট অব ডিপ্লোমা সার্ভে ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিএসইবি) জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ফারুখ হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউট অব ডিপ্লোমা সার্ভে ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিএসইবি) ময়মনসিংহ বিভাগ শাখার আহবায়ক মো. সিদ্দিকুর রহমান, সঞ্চালনা করেন ইনস্টিটিউট অব ডিপ্লোমা সার্ভে ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিএসইবি) ময়মনসিংহ বিভাগ শাখার সদস্য সচিব সরদার মো. জাহাঙ্গীর হোসেন।

Print Friendly, PDF & Email