|

ভালুকায় প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী পদ জাতীয়করনের দাবীতে মানব বন্ধন

প্রকাশিতঃ ৪:২৪ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৫, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর:  ভালুকায় দপ্তরী কাম প্রহরী পদ জাতীয়করনের দাবীতে মানব বন্ধন করেছে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত কর্মচারীরা।

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী সহায়ক সোসাইটি ভালুকা উপজেলা শাখা’র আয়োজনে এ মানব বন্ধন অনুষ্টিত হয়।

সংগঠনের সভাপতি মো: হারেছ খানের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যন আলহাজ্জ গোলাম মোস্তুফা, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম পিন্টু , উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ইদ্রিস আলি ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্যরা।

এ  সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মাসুদ রানা, আজহার মাহমুদ, সুমন বিশ্বাস, সেলিম মিয়া, আবু সাইদ প্রমুখ।

মানব বন্ধন শেষে কর্মচারীরা সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শিকদার মো: হারুন অর রশিদকে সাথে নিয়ে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার মা: মাসুদ কামাল’র মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।

বক্তাগণ কর্মচারীদের ন্যায্য দাবী দপ্তরী কাম প্রহরী পদটি জাতীয়করন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Print Friendly, PDF & Email