|

ময়মনসিংহে মাদক বিক্রেতাসহ আটক ৫

প্রকাশিতঃ ১০:২৪ পূর্বাহ্ণ | সেপ্টেম্বর ২৭, ২০১৮

ময়মনসিংহ প্রতিদিন: ময়মনসিংহ শহর, ঈশ্বরগঞ্জ ও মুক্তাগাছা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে এক মোটরসাইকেল চোর এবং চার মাদক বিক্রেতাকে আটক করেছেন জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা।

বুধবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহ ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল জানান, মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) শহরের ছোট বাজার ও বাঘমারা এলাকায় অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবাসহ দেলোয়ার হোসেন (২৮), নাছির উদ্দিন (৩২) ও রিয়াজ মিয়াকে (২০) আটক করা হয়।

এদিকে ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া এলাকা থেকে একটি চোরাই মোটর সাইকেলসহ আজহারুল ইসলাম ওরফে আরমান (২৪) ও মুক্তাগাছা উপজেলায় এলাকায় অভিযান চালিয়ে উপজেলা পল্লী বিদুৎ কার্যালয়ের সামনে থেকে ৩৫ গ্রাম হেরোইনসহ জসিম উদ্দিন (২৬) নামে এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে বলেও জানান ওসি শাহ কামাল।

Print Friendly, PDF & Email