ত্রিশালে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ডায়াগোনষ্টিক সেন্টারকে জরিমানা
প্রকাশিতঃ ১০:৪৯ পূর্বাহ্ণ | অক্টোবর ১০, ২০১৮

ত্রিশাল প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে সোমবার (৮ অক্টোবর) বিকেলে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। এ অভিযানে দুই ডায়াগোনষ্টিক সেন্টারের একটিকে জরিমানা ও তালা বদ্ধ অপরটিকে জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
উপজেলার দরিরামপুরে অবস্হিত ডায়াগোনষ্টিক সেন্টার দুটিতে লাইসেন্স না থাকা,অপরিচ্ছন্ন- নোংড়া পরিবেশ সেবার মূল্য তালিকা প্রদর্শন না করা, ডাক্তারের প্রমান পত্র না থাকা ও ডাক্তার ছাড়া আল্ট্রাসনোগ্রামের রিপোর্ট দেয়ার অপরাধে সেবা ডায়াগনোষ্টিক সেন্টারকে সত্তর হাজার টাকা জরিমানা ও তালা বদ্ধ করে দেয় অপরদিকে শাপলা ডায়াগোনষ্টিক সেন্টারকে এক লক্ষ টাকা জরিমানা করে এ আদালত।
এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ত্রিশাল উপজেলা নির্বাহি অফিসার( ভারপ্রাপ্ত) এরশাদ উদ্দিন।
এসময় উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তৌফিক হাসান ও ত্রিশাল থানা পুলিশ ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন।