ভালুকায় জাতীয় শ্রমিকলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশিতঃ ৯:৪১ অপরাহ্ণ | অক্টোবর ১২, ২০১৮
স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকায় জাতীয় শ্রমিক লীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। শুক্রবার বিকালে র্যালী শেষে সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়।
আলোচনা সভায় জাতীয় শ্রমিকলীগ ভালুকা আঞ্চলিক শাখার সভাপতি নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আ‘লীগের উপদেষ্টা ও উপজেলা আ‘লীগের সিঃ সহ সভাপতি এ্যাড. সৈকত আলী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম পিন্টু, আ‘লীগ নেতা আব্দুস সামাদ ফকির, নূরে আলম জিকু প্রমুখ।


