ভালুকায় যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হওয়ায় আনন্দ র্যালী
প্রকাশিতঃ ৯:৪৫ অপরাহ্ণ | অক্টোবর ১৬, ২০১৮
প্রভাষক আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবর: ভালুকা উপজেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হওয়ায় বর্ণঢ্য আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব আনিছুর রহমান খান রিপন ও সাধারণ সম্পাদক এজাদুল হক পারুরের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালীতে উপজেলা যুবলীগের সহ সভাপতি মুকবুল হোসেনর পাঠান ও মশিউর রহমান রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক ও খাদেমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তসলিম উদ্দিন খান, আরিফ আহাম্মেদ মন্ডল ও রাসেল বিন সোহরাব, প্রচার সম্পাদক জমন মেরসি, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক খোকন হোসেন ঢালী প্রমুখ।


