|

ভালুকার পাড়াগাঁওয়ে নলুয়াকুড়ি বড়চালার বাড়ন্ত বয়সের ছাত্ররা টিন পার্ট্টিতে আসক্ত

প্রকাশিতঃ ১০:৪৫ পূর্বাহ্ণ | অক্টোবর ১৮, ২০১৮

মোহাম্মদ শাকিব খান : পাড়াগাঁও ছাত্র সংঘের পরিশ্রমি সভাপতি শাকিব নলুয়াকুড়ি বড়চালায় বেশ কয়েকবছর বছর যাবৎ এটি আসক্ত লক্ষ্য করছেন। এবং তিনি পাড়াগাঁও ছাত্র সংঘের উপদেষ্টা রাকিব মোল্লা সহ-সভাপতি টুটুল খান,সাঃসম্পাদক মনির,সহ এই সংগঠনের সদস্যরা টিন পাট্টিতে আসক্ত ছাত্রদের কে এই আসক্ত থেকে ফিরিয়ে আনার জন্য কয়েকমাস যাবৎ অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু কোনো সফলতা পাচ্ছে না।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তথ্য নিয়া জানা যায়, যারা এই গেইমে আসক্ত তারা পড়ালেখা থেকে মনোযোগ হারাচ্ছে…। অভিভাবকরা বলেন আমরা এই গেইম থেকে আমাদের সন্তানদের কে রক্ষা করতে চাই।

সভাপতি শাকিব বলেন, আমরা পাড়াগাঁও ছাত্র সমাজ কে এই আসক্ত থেকে ফিরিয়ে আনার জন্য ভালুকা উপজেলা সুশীল সমাজের সহযোগিতা কামনা করছি।

Print Friendly, PDF & Email