ভালুকায় নিরাপদ সড়ক দিবস পালিত
প্রকাশিতঃ ৩:৪৭ অপরাহ্ণ | অক্টোবর ২২, ২০১৮
স্টাফ রিপোর্টার, ভালুকার খবর: ময়মনসিংহের ভালুকায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। সোমবার সকালে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে ওই মানব বন্ধনটি অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে মানববন্ধনে ভালুকা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, হালিমুন্নেছা চৌধুরাণী মেমুরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়, ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়সহ উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা অংশগ্রহন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল, সহকারী কমিশনার (ভূমি) দিপায়ন দাস শুভ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চাঁন মিয়া, উপজেলা শিক্ষা অফিসার জুয়েল আশরাফ, হালিমুন্নেছা চৌধুরাণী মেমুরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নীনা প্রমুখ। এছাড়াও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ সড়কের দাবিতে মানব বন্ধন পালন করা হয়।


