ভালুকায় বিজয় ফু্ল উৎসব প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশিতঃ ১:৫৩ অপরাহ্ণ | অক্টোবর ২৫, ২০১৮
স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ভালুকায় বিজয় ফু্ল উৎসব ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রায় ২ হাজার শিক্ষক শিক্ষার্থীর উপস্থিতিতে ২৭টি বিষয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার বিষয় ছিল ক,খ, ও গ বিভাগে বিজয় ফুল তৈরি, জাতীয় সংগীত, দেশাত্ববোধক গান, কবিতা আবুত্তি, কবিতা রচনা, গল্প রচনা, চিত্রাংকন, একক অভিনয়, চলচ্চিত্র নির্মান ; মোট ২৭টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার ভূমি জনাব দীপায়ন দাস শুভ এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ চাঁন মিয়া মনিরের সার্বিক ব্যাবস্থাপনায় আলোচনা, ফলাফল ঘোষনা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মাসুদ কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মনিরা সুলতানা মনি, উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার পাল , উপজেলা সমাজসেবা অফিসার রুবেল মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জাম ফারুখ রেজা, ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশেক উল্লাহ চৌধুরী, হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নীনাসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহশিক্ষক , অভিভাবক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ আওয়ামী শিল্পী গোষ্ঠী ভালুকা উপজেলা শাখা সভাপতি জনাব উসমান গনি তুহীন।


