|

ভালুকায় ছাত্র সংগঠন পাড়াগাঁও ছাত্র সংঘের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রকাশিতঃ ১২:০৯ অপরাহ্ণ | অক্টোবর ২৭, ২০১৮

স্টাফ রিপোর্ট , ভালুকার খবর: গত ২৫/১০/২০১৮ ইং তারিখ ১১টা থেকে পাড়াগাঁও মন্ডলবাড়ী চৌরাস্তায় পাড়াগাঁও ছাত্র সংঘের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ হয়। বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী জনাব ইব্রাহিম সরকারের সভাপতিত্বে সংগঠনের সভাপতি মোহাম্মদ শাকিব খানের সঞ্চালনায়–বক্তব্য রাখেন–পাড়াগাঁওয়ের বিশিষ্ট সমাজ সেবক বীরমুক্তিযুদ্ধা মোঃ আফসার উদ্দিন খান,ভালুকা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক-রমজান আলী সরকার,প্রবীণ শিক্ষক আলী আকবর মাষ্টার,বড়চালা সরকারী প্রাঃবিদ্যাঃ সাবেক প্রধান শিক্ষক-খলিলুর রহমান,ময়মনসিংহ ২৪নিউজ ডটকম এর প্রতিনিধি আবদুল্লাহ মেহেদি, বাদশা মেমোরিয়াল স্কুলের প্রতিষ্ঠা পরিচালক হাফেজ মুনজুর মাহমুদ, বন্ধন প্রি-ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক পাড়াগাঁও ছাত্র সংঘের উপদেষ্টা রাকিব মোল্লা, গৌরিপুর প্রত্যাশা মডেল স্কুলের সহকারী শিক্ষক আঃআউয়াল, আল-কুরআন ফাঃ এর পরিচালক হাবিব জিহাদি, পাড়াগাঁও ছাত্র সংঘের সহ-সভাপতি টুটুল খান,সাধারন সম্পাদক-মনির হোসেন,তথ্য সম্পাদক ফয়সাল প্রমুখ। অন্যানদের মধ্য উপস্থিত ছিলেন- বন্ধন প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক শামসুল আলম তমিজ,শাহজাহান মাস্টার, বাদশা মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক সুহানুর রহমান,সহকারী শিক্ষক শ্রীঃসবুজ,বিশিষ্ট সমাজ সেবক ডা.রফিকুল ইসলাম,বড়চালা নুরানীয়া হাফিজি মাদরাসার সহকারী শিক্ষক হাফেজ মাফিজ,বিশিষ্ট বব্যবসায়ী মোহাম্মদ উল্লাহ আলম,সমাজ সেবক সুরুজ মিয়া,শিক্ষক মাসুদ রানা সহ পাড়াগাঁও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ,পাড়াগাঁও ছাত্র সংঘের সহ-সভাপতি রাকিব সিকদার, শেখ রাসেল,সমাজ কল্যান সম্পাদক রায়হান,যুগ্ন সম্পাদক মাসুম আহম্মেদ রানা,শিক্ষা সম্পাদক নকিব,অর্থ সম্পাদক মাসুদ রানা,মাহিন মাহাবুব, আরিফ,সাব্বির,সেলিম,রনি,তুসার,রতন সিকদার,সহ সকল সদস্যবৃন্দ। সাংস্কৃতি সম্পাদক রবিউল হাসান রিফাত মোল্লার কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এবং প্রতিষ্ঠা বার্ষিকী কেক কাটা সহ ছাত্র সমাবেশে অংশগ্রহনকারী ছাত্রদের মধ্য টিফিন বিতরন করা হয়। পরিশেষে অতিথি বৃন্দদের কে সম্মাননা প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email