ভালুকায় আল-কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে পরিক্ষার্থীদের জন্য মিলাদ ও দোয়া মাহফিল
প্রকাশিতঃ ১১:৪৩ পূর্বাহ্ণ | অক্টোবর ২৭, ২০১৮
স্টাফ রিপোর্টার, ভালুকার খবর: ভালুকায় বৃহত্তর ময়মনসিংহের স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন আল-কোরআন ফাউন্ডেশন আয়োজনে অাসন্ন ৮ ম ও ৫ শ্রেণী সমাপণী পরিক্ষার্থীদেরকে নিয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
২৬অক্টোবর রোজ শুক্রবার বাদ আসর ভালুকার পাড়াগাঁও (বড়চালা) মকবুল ফকির বায়তুন নুর জামে মসজিদে আসন্ন ৮ম ও ৫ ম শ্রেণী সমাপণী পরিক্ষার্থীদেরকে নিয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে প্রায় স্থায়ীয় ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মসজিদ কমিটির সভাপতি-জনাব, হাজী আবুল কাশেমের সভাপতিত্বে ও আল- কোরআন ফাউন্ডেশন ময়মনসিংহ এর প্রতিষ্ঠাতা পরিচালক মিসবাহ হাবিবুল্লাহ জিহাদীর পরিচালনায় দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা ওয়াদুদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বন্ধন মডেল স্কুলের পরিচালক জনাব,শাহজাহান মাষ্টার,বাদশা মেমোরিয়াল একাডেমির পরিচালক- হাফেজ মন্জুর মাহমুদ, স্বেচ্ছাসেবক লীগ হবিরবাড়ী ইউনিয়ন এর যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিডি ক্লিন ময়মনসিংহ এর সহকারী সমন্নয়ক মেহেদী হাসান আব্দুল্লাহ, সমাজ সেবক আঃ বাতেন সেনা সদস্য, আঃ মতিন সরকার,মুহাম্মদ নুরুল হক,আরমান কুমার,পাড়াগাঁও ছাত্র সংগের সভাপতি মোহাম্মদ শাকিব খান, আল-কোরআন ফাঃ এর কার্যনির্বাহী সদস্য রাকিবুল হাসান রাকিব,রাকিব সিকদার,আকরাম কুমার,ইমরান মোল্লাহ,মাহিন মাহবুব,নাঈম হাসান,আশিক আরাফাত,শরিফ কুমার,জাহাঙ্গীর, রনি,নকিব,মাহমুদুর রহমান প্রমুখ।


