|

ভালুকার কৃতী সন্তান মফিদুল ইসলাম তালুকদার উপসচিব হিসেবে পদোন্নতি লাভ

প্রকাশিতঃ ৮:০৫ অপরাহ্ণ | অক্টোবর ২৭, ২০১৮

প্রভাষক আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবর: ভালুকার কৃতী সন্তান উপজেলার পুরুরা গ্রামের প্রাইমারী স্কুল শিক্ষক মজিবর রহমান তালুকদারের বড় ছেলে মফিদুল ইসলাম তালুকদার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে পদোন্নতি লাভ করেছেন। এ সুসংবাদ পাওয়ার পর থেকে ওই গ্রামের জনসাধারণের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সম্প্রতি জনপ্রশাসনের জ্যোষ্ঠ সহকারী সচিব ও সমমর্যাদার ২৫৬ জন কর্মকর্তাকে উপসচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। গত বুধবার মধ্যরাতে এ আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

উপসচিব হিসেবে পদোন্নতি পাওয়া ভালুকার ছেলে মফিদুল ইসলাম তালুকদার ঢাকা জেলা কৃষি অফিসের সহকারী পরিচালক (এডি) পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি উপজেলার পুরুরা সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে ৫ম শ্রেণিতে মেধা বৃত্তি, ধলিয়া উচ্চ বিদ্যালয় থেকে ৮ম শ্রেণীতে মেধা বৃত্তি ও এসএসসিতে স্টার মার্ক পেয়ে উত্তীর্ণ হয়। পরে ঢাকার সরকারী তিতুমীর কলেজ থেকে এইচএসসিতে স্টার মার্ক পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষায় মেধা তালিকায় ১ম স্থান অধিকারের গৌরব অর্জন করেন। ২০ তম বিসিএসে ২৩২ জন উপজেলা কৃষি অফিসারের মধ্যে ১ম স্থান নিয়ে উত্তীর্ণ হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবিনগর উপজেলা কৃষি অফিসার হিসেবে চাকুরী জীবন শুরু করেছিলেন।

ভালুকার সুশীল সমাজ ও জনপ্রতিনিধিরা মফিদুল ইসলাম তালুকদার অভিন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

Print Friendly, PDF & Email