ভালুকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত
প্রকাশিতঃ ৩:০৫ অপরাহ্ণ | অক্টোবর ৩১, ২০১৮
প্রভাষক আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবর: ময়মনসিংহের ভালুকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আনোয়ার হোসেন আনু নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কাচিনা ইউনিয়নের কাদিগড় এলাকায়। এসময় একটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলির খোসা ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। নিহত আনোয়ার হোসেন আনু আংগারগাড়া গ্রামের ফালান বাছেদের ছেলে।
পুলিশ জানায়, নিহত আনোয়ার হোসেন আনু তালিকাভুক্ত একজন ডাকাত । তার নামে ভালুকা, শ্রীপুর, জয়দেবপুরসহ আরও কয়েকটি থানায় ডাকাতি, নারী নির্যাতন, মাদকের ১৫ টি মামলা ও নয়টি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, উপজেলার কাচিনা ইউনিয়নের ইকোপার্ক এলাকায় ডাকাতি প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে।
একপর্যায়ে ডাকাতদল পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আনু ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই সময় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।


