ভালুকায় নকল পণ্যের গোডাউন সন্ধান ; মালিককে ১মাসের কারাদন্ড
প্রকাশিতঃ ১:৩৭ পূর্বাহ্ণ | নভেম্বর ০৮, ২০১৮
স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় বিপুল পরিমাণ নকল কসমেটিক্স পণ্যের গোডাউনের সন্ধান পাওয়া গেছে। ভ্রাম্যমাণ আদালতে মালিককে ১মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ভালুকার স্কয়ার মাস্টাবাড়ী এলাকার হক মিয়ার ভাড়াটে বাড়িতে ওই নকল পণ্যের সন্ধান পায় এলাকাবাসী।
পরে তারা বিষয়টি ভালুকা মডেল থানায় জানালে পুলিশ ঘটনাস্থল থেকে মালিক রাশেদুল নামে ১জনকে আটক করে। এ সময় বিপুল পরিমাণ নকল প্যারাসুট তেল, লোশন, ক্রিম, বেবি পাউডারসহ ৩১ প্রকার নামিদামি পণ্য জব্দ করেন।
আটককৃত রাশেদুল ইসলাম (২২), গাজীপুর ভাওয়াল কলেজে লেখাপড়া করেন। ২বছর যাবত ধরে এ ব্যবসা করে আসছিলেন তিনি। ভাকুকার বিভিন্ন দোকান গুলোতে পাইকারী মূল্যে সাপ্লাই দিতেন এ পণ্য গুলো।
পরে রাত ৮টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের নেতৃত্বে বাড়িটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। একই সঙ্গে মালিক রাশেদুলকে ১মাসের কারাদন্ড দেওয়া হয় ও নকল পণ্য গুলো পুড়ে ধ্বংস করা হয়। এ সময় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মিজানুর রহমান উপস্থিত ছিলেন ।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাজাহারুল ইসলাম জানান, প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় নকল পণ্য সামগ্রী বাজারজাতের মাধ্যমে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।



