|

নজরুল বিশ্ববিদ্যালয়ের বগুড়া জেলা এসোসিয়েশনের কমিটি গঠন

প্রকাশিতঃ ১০:৫৭ অপরাহ্ণ | নভেম্বর ০৮, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর:  জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ছাত্র সংগঠন “বগুড়া এসোসিয়েশন” এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষক ২৮ সদস্য বিশিষ্ট ওই কমিটির অনুমোদিত দেন।এতে  সভাপতি পদে রয়েছেন মাহমুদুর রহমান রিমন ও সাধারণ সম্পাদক পদে মো. শামীম আহমেদ শাকিল।

নবগঠিত ওই ক‌মি‌টি‌তে সহ-সভাপতি পদে রয়েছেন রাশেদ সৌরভ, মো. সমুদ্র প্রবাল, মজনু মিয়া, তানভীর ফয়সাল ও নাসির উদ্দীন সেলিম। যুগ্ম-সাধারন সম্পাদক পদে রয়েছেন মো. আরিফুল হক মিঠু, সারোয়ার হোসেন, সোহাগ খাঁন ও মনিষা মনি। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন শাহিন কবির, আব্দুল করিম, জনি কর্মকার, শাফিন আহমেদ, আসাদ সরকার, আফসানা আকতার, শুয়াইব হোসাইন ও শাকিল আহমেদ।

প্রচার সম্পাদক পদে রয়েছেন মাহমুদুর রহমান সম্পদ, দপ্তর সম্পাদক আসিফ শুভ, অর্থ বিষয়ক সম্পাদক মিঠু, ছাত্রী বিষয়ক সম্পাদক সুরাইয়া, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সীমা দেবনাথ, আইন বিষয়ক সম্পাদক বখতিয়ার আহমেদ, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক আহসান হাবীব , আপ্যায়ন বিষয়ক সম্পাদক আফসানা মিমি। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বগুড়া জেলার শিক্ষার্থীরা।

সংগঠনটির উপদেষ্টা হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক বিজয় কুমার কর্মকার, প্রভাষক মো. মাহবুবুর রহমান, সহযোগী অধ্যাপক মো. মাহমুদুল হাসান, মো. আজিজুল হক, মইনুল হাসান, ইমদাদুল হক ও ফাহমিদা সোমা।

Print Friendly, PDF & Email