|

ভালুকার ছাত্র সংগঠনকে সহযোগীতা করায় বিশেষ সম্মাননা স্মারক পেলেন হাজী রফিকুল ইসলাম

প্রকাশিতঃ ১০:৩৭ অপরাহ্ণ | নভেম্বর ১৩, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভালুকা স্টুডেন্টস এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ময়মনসিংহ-১১ ভালুকা আসন থেকে আ‘লীগের মনোনয়ন প্রত্যাশী এবং জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাজী মো. রফিকুল ইসলামকে বিশেষ সম্মানা স্মারক ও কৃতজ্ঞতা পত্র দেওয়া হয়।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভালুকার ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের পরীক্ষায় নির্বিঘেœ অংশগ্রহণ করা জন্য ‘ইনফরমেশন হেল্প ডেস্ক’ ও শিক্ষার্থীদের সাথে আসা অভিভাবকবৃন্দদের জন্য ‘ওয়েটিং বুথ’ এর ব্যাবস্থা করেছিলো ভালুকা স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অব জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। সংগঠনের ওই সেবামূলক কার্যক্রমে সহযোগিতা ও সাংগঠনিক কাজ ত্বরান্বিত করতে বিশেষ ভাবে ভূমিকা রাখায় সংগঠনের পক্ষ থেকে ‘শিক্ষানুরাগী’ খেতাব প্রদান করে তাঁকে ওই সম্মানা স্মারক ও কৃতজ্ঞতা পত্র দেওয়া হয়।

ভালুকা স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অব জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি মিসবাহুল ইসলাম সা‘দ বলেন, রাজনীতিবিদ ও ব্যাবসায়ীরা তো অনেক ক্ষেত্রেই অনেক সহযোগীতা করে থাকেন কিন্তু ছাত্র-ছাত্রীদের কল্যাণে বা কার্যক্রমে সহযোগীতা সবাই করেন না। আমরা চাইবো সারাদেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা শিক্ষার্থীদের ভালো ভালো কাজে হাজী রফিকুল ইসলাম সাহেবের মত ভালুকার অন্যান্য ব্যাবসায়ী রাজনীতিবিদ ও সুশীল সমাজের ব্যাক্তিরা সাহায্যের হাত বাড়িয়ে দিবেন।

সম্মানা স্মারক ও কৃতজ্ঞতা পত্র প্রদান অনুষ্ঠানের বক্তব্যে হাজী মো. রফিকুল ইসলাম বলেন, আমি রাজনীতিতে এসেছি শুধু মাত্র মানুষের সেবার করা উদ্দেশ্যে। আমাকে মহান আল্লাহ অনেক কিছু দিয়েছেন, আমি আমার অবস্থান থেকে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সমাজের সকলশ্রেণীর মানুষের পাশে সেবক হিসেবে থাকতে চাই। দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সরকারের উন্নয়ন ও সাফল্য মানুষের কাছে তুলে ধরতে হবে। উন্নয়নশীল এ দেশেকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য অবশ্যই শিক্ষিত সমাজকেই ভূমিকা রাখতে হবে। আমি আশা করবো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমেই সুস্থ্য রাজনীতির চর্চা প্রতিবিম্ভিত হবে।

Print Friendly, PDF & Email