ভালুকার নারী নেত্রী ড. সেলিনা রশিদ পেলেন জাতীয় সমবায় পুরস্কার
প্রকাশিতঃ ১২:১৬ পূর্বাহ্ণ | নভেম্বর ২৬, ২০১৮
স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: সমবায়ের মাধ্যমে সুখী ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভালুকার নারী নেত্রী ড. সেলিনা রশিদকে জাতীয় সমবায় পুরস্কার প্রদান করা হয়েছে।
২৫ নভেম্বর রোববার বঙ্গবন্ধু অন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সমবায় মন্ত্রনালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে তিনি ওই পদক ও সম্মাননা পত্র গ্রহন করেন।
ভালুকার ‘সেভ দ্যা লাইফ উইম্যান কো-অপারেটিভ সোসাইটি লিঃ’ সংগঠনের সম্পাদক হিসেবে মহিলা সমবায় শ্রেণীতে ২০১৭ সালের শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে ওই সম্মাননা পান কবি ড. সেলিনা রশিদ।



