ভালুকায় শাহ পরান (রা:) লাইটিং হাউজ উদ্বোধন
প্রকাশিতঃ ৬:৫০ অপরাহ্ণ | ডিসেম্বর ০৭, ২০১৮
স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকায় হযরত শাহ পরান (রা:) লাইটিং হাউজ নামের একটি ইলেক্ট্রিক আলোক সজ্জার শো-রুমের শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার বিকালে ভালুকা মধ্য বাজার এলাকার মাসুদ মার্কেটের ২য় তলায় ওই শো-রুমটি উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ভালুকা বাজারের সফল ব্যবসায়ী মওলাদ হোসেন শেখ মালিকানাধীন ও আরিফ হোসেন পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন ভালুকা উপজেলা ইলেক্ট্রিক এ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্ঠা খন্দকার জোবায়ের আহাম্মেদ ।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ভালুকা উপজেলা ইলেক্ট্রিক এ্যাসোসিয়েশনের উপদেষ্ঠা রফিকুল ইসলাম রফিক, সভাপতি মোস্তুফা কামাল, ব্যাবসায়ী শেখ বাবুল আহাম্মেদ, মনিরুজ্জামান বাহারসহ ভালুকা উপজেলা ইলেক্ট্রিক এ্যাসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ।



