ভালুকায় দায়িত্বপ্রাপ্ত ছাত্রলীগের সমন্বয় কমিটির কাজ শুরু
প্রকাশিতঃ ১:২৮ পূর্বাহ্ণ | ডিসেম্বর ২০, ২০১৮
ইফতেখার আহামেদ সুজন, ভালুকার খবরঃ দেশ ব্যাপী ছাত্রলীগের নির্বাচনকালীন সমন্বয়ক কমিটির নেতারা কাজ শুরু করছে। তারই ধারাবাহীকতায় বুধবার হতে আব্দুল হামিদের নেতৃত্বে ১০ সদস্যের ওই সমন্বয় কমিটি শিল্পসমৃদ্ধ ময়মনসিংহ ১১ ভালুকা আসনে নৌকার পক্ষে কাজ শুরু করেছেন।
কমিটিতে সমন্বয়ক আব্দুল হামিদ
সদস্য আমিনুল ইসলাম, শাহ্ আলম শামীম, তন্ময় মাহমুদ জর্জ, মোঃ বাহাদুর ইসলাম স্বপ্ন, মোঃ ইমরান হোসেন, জুননুন সাকী,হিফফাত আরা খানম হেনী, নাঈম খান, তামিমুল ইসলাম, মাসিয়াত মুনা রয়েছেন।
সমন্বয় কমিটির সদস্যরা স্থানীয় ছাত্রলীগের নেতাদের সাথে নিয়ে উপজেলার ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন হতে তারা তাদের কাজ শুরু করেন। সমন্বয়ক কমিটি উপজেলার প্রতিটি নির্বাচনি কেন্দ্রের জন্য একটি করে নির্বাচন পরিচালনা কমিটি করবে যারা নির্বাচন কেন্দ্র পাহারা দিবে এবং নির্বাচনি কাজ করবেন। এই কমিটি ভালুকায় আসার পরে ছাত্রলীগের মাঝে এক অন্য রকম আনন্দ বিরাজ করছে এই কমিটিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি সম্পাদক সহ সকল ছাত্রলীগ এবং নৌকার মনোনয়ন প্রার্থী সদরে গ্রহণ করেন। চলতি মাসের ১১তারিখ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুুল হক চৌধুরী শোভন ও সাধারন সম্পাদক গোলাম রব্বানী ওই কমিটির অনুমোদন দেন।



