|

ভালুকায় পৌর ছাত্রলীগের মোটরবাইক শোডাউন

প্রকাশিতঃ ১২:৫০ পূর্বাহ্ণ | ডিসেম্বর ২৩, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ ভালুকা আসনে আ‘লীগের হ্যাভিওয়েট প্রার্থী সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু‘র পক্ষে বিশাল মোটরবাইক শোডাউন দিয়েছে পৌর ছাত্রলীগ।

শনিবার বিকালে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী শাওনের নেতৃত্বে স্থানীয় গ্যাস লাইন অফিস মোড় থেকে মোটরবাইকের বর্ণাঢ্য ওই শোডাউনটি শহরের অলিগলি-রাস্তাসহ মহাসড়ক প্রদক্ষিণ করে।

এসময় পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও নৌকার জয়গানের স্লোগান দিয়ে গোটা শহরের পরিবেশ মুখরিত করে তুলে।

শোডাউন শেষে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী শাওন বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভালুকায় বিএনপি জামায়াত-শিবিরের সকল ষড়যন্ত্র প্রতিহত করে তাদের আঁকা সকল নীল নকশা ভেঙে নৌকার বিজয় নিশ্চিত করবোই ইনশাআল্লাহ ।

Print Friendly, PDF & Email