ভালুকায় ফ্যাক্টরী কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি
প্রকাশিতঃ ৯:২১ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১৮, ২০১৯
স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের হাইটেক ক্লথিং লিঃ নামের নির্মানাধীন একটি ফ্যাক্টরির কর্মকর্তাকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় সাধারণ ডায়েরী(নং-৬৭৩, ১৬/০২/০৯) করা হয়েছে।
জিডি সূত্রে জানাযায়, শনিবার বিকালে ওই এলাকার মৃত মফিজ উদ্দিন মুক্তা‘র ছেলে আনিছুজ্জামান বাদল স্থানীয় হাইটেক ক্লথিং লিঃ এর ইনচার্জ মো. আরিফ হোসেন মসজিদ থেকে নামাজ পড়ে বের হলে তাকে প্রাণনাশের হুমকি দেয়। জিডিতে আরও উল্লেখ করা হয় যে, বিবাদীর সাথে ফ্যাক্টরী কর্তৃপক্ষের মামলা মোকাদ্দমা চলে আসছে। তাই হয়তো ফ্যাক্টরী ইনচার্জকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
জিডির বিবাদী আনিছুজ্জামান বাদলের সাথে কথা হলে তিনি কোন কথা বলতে রাজি হননি।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার জানান, ঘটনাটি শুনেছি তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।


