ভালুকায় নিজ অর্থায়নে স্কুলে শহিদ মিনার নির্মাণ করে দিলেন যুবলীগ নেতা
প্রকাশিতঃ ৭:৫১ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ২৬, ২০১৯
আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবর: ভালুকা ভাষা শহিদদের সম্মানে নিজ অর্থায়নে তিনটি স্কুলে শহিদ মিনার নির্মাণ করেছেন যুবলীগ নেতা রেজাউল করিম সরকার বাবু। তিনি হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগের সদস্য ও ৯নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক। ওই ইউনিয়নের খন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হবিরবাড়ী কৃষি খামার প্রাথমিক বিদ্যালয়ে শহিদ মিনার নির্মাণ করেছেন তিনি।
যুবলীগ নেতা রেজাউল করিম সরকার বাবু সাথে কথা হলে তিনি জানান, মার্তৃভাষার জন্য যাঁরা প্রাণ দিয়েছেন বর্তমান প্রজন্মকে তাদের সাথে পরিচিত করিয়ে দেওয়ার জন্যই আমি শহিদ মিনার নির্মাণ করেছি। তিনি তাঁর এ কাজের ধারা অব্যাহত রাখতে চান বলেও জানান |



