ভালুকার কাচিনায় এতিম শিক্ষার্থীদের মাঝে কোরআন ও খাবার বিতরন
প্রকাশিতঃ ৮:৪১ অপরাহ্ণ | এপ্রিল ০৫, ২০১৯
স্টাফ রিপোর্টার, ভালুকার খবর: ময়মনসিংহের ভালুকা উপজেলা কাচিনা ইউনিয়নে “মানবিক ভালুকার সমাধান যাত্রা” এর সৌজন্যে এতিমখানা মাদরাসার শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ ও একবেলা খাবার বিতরণ করা হয়। শুক্রবার দুপুরে উপজেলার ‘কাচিনা হাক্কুন উলুম সায়্যিদিয়া এতিমখানা ও হেফজুল কোরআন নূরানীয়া মাদরাসা’র শিক্ষার্থীসহ ওই এলাকার শতাধিক মুসল্লিদেরকে দুপুরের খাবার খাওয়ানো হয়।
পরে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কোনআন শরীফ বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘মানবিক ভালুকার সমাধান যাত্রা’ এর প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক মো. মুস্তাফিজুর রহমান মামুন।




