|

ভালুকায় সড়ক দুর্ঘটনায় হেলপার নিহত

প্রকাশিতঃ ৩:২৫ অপরাহ্ণ | মে ০২, ২০১৯


স্টাফ রিপোর্ট, ভালুকার খবর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা নামক স্থানের অপর গাড়ির ধাক্কায় পিক আপের হেলপার নিহত হয়েছেন। নিহতের হেলপারের বাড়ি জামালপুর সদর থানার মইনপুর গ্রামে। তিনি ওই এলাকার ইনু মিয়ার ছেলে হৃদয় (৩০)। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোরে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ভরাডোবা হাইওয়ে পুলিশে আইসি এস,আই আব্দুস ছালাম।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, ঘটনার সময় জামালপুরগামী একটি পিক আপকে পাশ থেকে অপর একটি পিক-আপ চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনা স্থলেই পিক আপের হেলপার হৃদয় নিহত হন। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ বিনা ময়নাতন্তেই দিয়ে দেয়া হয়।

Print Friendly, PDF & Email