ভালুকায় ১২ মামলার আসামী সন্ত্রাসী মিশু গ্রেফতার
প্রকাশিতঃ ৫:৩৭ অপরাহ্ণ | মে ২১, ২০১৯
স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ময়মনসিংহের ভালুকায় ১২মামলার আসামী দূর্ধর্ষ সন্ত্রাসী ফয়েজ হোসেন খাঁন মিশুকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলা কাঠালী এলাকার স্কয়ার ফ্যাশন লিঃ নামের একটি ফ্যাক্টরীতে চাঁদা চাইতে গেলে সেখান থেকে তাকে আটক করে পুলিশ। এসময় মিশুর অপর এক সহযোগী পালিয়ে যায়।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মাইনউদ্দিন জানান, ‘ফয়েজ হোসেন খাঁন মিশুর বিরুদ্ধে মাদক, অস্ত্র, চাঁদাবাজি, ডাকাতিসহ ১২টি মামলা রয়েছে। এর আগেও মিশু বেশ কয়েক মাস হাজতভোগ করে জামিনে এসে এলাকা আবার মাদক ব্যবসাসহ বিভিন্ন রকম সন্ত্রাসী কার্যকান্ড চালিয়ে আসছে। সেবর্তমানে একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামী’।


