ভালুকায় থ্যালাসেমিয়া আক্রান্ত পরানের দায়িত্ব নিলেন ছাত্রলীগ নেতা
প্রকাশিতঃ ৯:১৭ অপরাহ্ণ | মে ২৪, ২০১৯

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকার এক আসহায় থ্যালাসেমীয়া রোগে আকান্ত শিশু অপূর্ব সরকার পরান (৮) এর দায়িত্ব নিলেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহারিয়ার হাসান অপু। তিনি ওই শিশুর চিকিৎসার সকল ব্যায়ভার গ্রহণ করবেন বলে জানিয়েছেন।
থ্যালাসেমীয়া রোগে আকান্ত শিশু পরানের বাবা ও মা পৌর এলাকার ৪ওয়ার্ড (অঞ্জলীর মোড়) এলাকায় চা স্টল দিয়ে জিবীকা নির্বাহ করে আসছেন। অভাবের সংসসারে ওই শিশুর চিকিৎসা প্রদানে ব্যার্থপ্রায় মা-বাবা। ছাত্রলীগ নেতা শিশুটির চিকিৎসার দায়িত্ব নেওয়ায় শিশুটির মা-বাবার মুখে হাসি ফুটেছে।
উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহারিয়ার হাসান অপু জানান, ছেলেটি আমার সামনেই বড় হয়েছে। তাঁর মা-বাবা ছেলেটির চিকিৎসা প্রদানে অনেকটাই হিমশিম খাচ্ছিলেন। তাই আমার ক্ষুদ্র আবস্থান থেকে চেষ্টা করছি ছেলেটির জন্য কিছু করতে। পরানের সুস্থতার জন্য আমি সবার কাছে দোয়া চাই।