|

‘পাঁচ বছর ধইরা সজীবের কাপড় পিইন্দা ঈদ করি’

প্রকাশিতঃ ৭:৫৩ অপরাহ্ণ | জুন ০১, ২০১৯

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ‘পাঁচ বছর ধইরা সজীবের কাপড় পিইন্দা ঈদ করি’, ‘প্রত্যেক ঈদের আগেই সজীব কবে আমগর লাইগা কাপড় নিয়া আইবো হেই আশাই বইয়া থাহি’, আল্লাহ পোলাডারে আনেক বছর বাচাঁইয়া রাহুক’। কথাগুলো বলছিলেন উপজেলা মল্লিকবাড়ী ভায়াবহ গ্রামের খালেদা বেগম নামের এক বৃদ্ধা।

পাঁচ বছর যাবৎ ‘ময়মনসিংহ ডিজএ্যাবন্ড পিপলস অর্গানাজেশন টু ডেভেলপমেন্ট’ নামের একটি সংগঠনের সদস্যসহ আশপাশের শতাধিক অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার ও শীতকালে শীতবস্ত্র দিয়ে শীতার্তদের পাশে থাকেন ভালুকা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীব। তাঁর ব্যক্তিগত উদ্যোগে ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রত্যেক ঈদেই অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে শাড়ী ও লুঙ্গী বিতরণ ও শীতকালে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। শনিবার বিকালে উপজেলার ভরাডোবা ইউনিয়নের ক্লাবের বাজার এলাকায় ওই প্রতিষ্ঠানের কার্যালয়ের সামনে ঈদবস্ত্র বিতরণ করেন ছাত্রলীগের ক্লিন ইমেজের এ নেতা। তিনি উপজেলা ছাত্ররীগের দায়িত্ব পাওয়ার আগে থেকেই এ কার্যক্রম চালিয়ে আসছেন বলে জানিয়েছেন ‘ময়মনসিংহ ডিজএ্যাবন্ড পিপলস অর্গানাজেশন টু ডেভেলপমেন্ট’ এর পরিচালক মোকাম্মেল হোসেন।

উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহরিয়ার হক সজীব বলেন, ‘বাংলার দুঃখী মানুষের শেষ ঠিকানা জননেত্রী শেখ হাসিনা ইতোমধ্যেই শতভাগ বয়ষ্ক ভাতা ও প্রতিবন্ধী ভাতা নিশ্চিত করেছেন। জননেত্রীর সাথে সাথে যদি এইসব অসহায় মানুষের পাশে সমাজের বিত্তবানরা একটু এগিয়ে আসে তাহলে এসব প্রতিবন্ধীরা পরিবারের বোঝা হয়ে থাকতেন না। আমি আমার ব্যাক্তিগত দায়বদ্ধতা থেকেই প্রতিবছরই আমার সাধ্যমত চেষ্ঠা করি তাঁদের পাশে দাঁড়াতে। সমাজের বিত্তবানদের প্রতি আমার আহবান থাকবে এদের পাশে দাঁড়ানোর’।

ঈদবস্ত্র বিতরণের সময় শাহরিয়ার হক সজীবের সাথে আরও উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহাগ, সহ-সভাপতি সাদিকুল ইসলাম সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক লুৎফর রহমান নাদিম, ভরাডোবা ইউনিয়ন ছাত্ররীগের সাধারণ সম্পাদক জান্নতুল নাঈম সহ উপজেলা ছাত্রলীগের ভিবিন্ন পর্যায়ের নেতৃবৃদ্ধগণ।

Print Friendly, PDF & Email