ভালুকায় বাস চাপায় ব্যবসায়ীর মৃত্যু
প্রকাশিতঃ ১০:২৯ অপরাহ্ণ | জুন ১০, ২০১৯

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকায় শ্যামলি বাংলা পরিবহনের একটি যাত্রিবাহী বাসের চাপায় এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ৯টার দিকে। ঘাতক বাসকে স্থানীয়রা আটক করে পুলিশে শোপর্দ করেছে।
স্থানীয়সূত্রে জানা যায়, উপজেলার ভরাডোবা এলাকার গার্মেন্টস্ ব্যবসায়ী মিজানুর রহমান মোটরসাইকেলে বাসায় ফেরার সময় ভালুকা সরকারী কলেজের সামনে ইউটার্ন নেওয়ার সময় বিপরিত দিক থেকে আসা শ্যামলি বাংলা পরিবহনের একটি যাত্রিবাহী তাঁকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন। তিনি দেলিয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মাঈন উদ্দিন জানান, ‘শ্যামলি বাংলা পরিবহনের ঘাতক বাসটিকে আটক করা হলেও ড্রাইভারকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে’।