ভালুকায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
প্রকাশিতঃ ৩:৩৪ অপরাহ্ণ | জুন ২২, ২০১৯
আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবর:
সারাদেশের ন্যায় ভালুকায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ১ম রাউন্ডে ৭০হাজার শিশুদের নীল ও লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে। শনিবার সকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ে ক্যাপসুল খাইয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আলহাজ¦ কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু। এসময় উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. একরাম উল্লাহ উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. একরাম উল্লাহ জানান, সারা উপজেলায় এ কর্মসূচি সফল করতে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ১ম রাউন্ডে ৭০ হাজারের কিছু উপরে শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এছাড়াও জন্মের পর পর শিশুকে শালদুধ খাওয়ানোসহ প্রথম ৬মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো বিষয়ে এবং শিশুর বয়স ৬মাস পূর্ণ হলেই মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরী পরিমাণমত সুষম খাদ্য খাওয়ানোর বিষয়ে পুষ্টি বার্তা প্রচার করা হচ্ছে।


