|

ভালুকায় ২০১৯-২০ অর্থ বছরের বাজেট ঘোষণা

প্রকাশিতঃ ৭:১৯ অপরাহ্ণ | জুন ২৫, ২০১৯

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকা উপজেলা পরিষদের ২০১৯-২০২০ইং অর্থ বছরের উন্মোক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে প্রস্তাবিত ৫ কোটি ৯১ লাখ ৩৭ হাজার ৫শত ৮১ টাকার বাজেট ঘোষণা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাজেট ঘোষণা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ। এসময় উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস-চেয়ারম্যান ড. সেলিনা রশিদ, ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ মাঈন উদ্দিনসহ দাপ্তরিক কর্মকর্তা, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সূধীজন উপস্থিত ছিলেন ।

Print Friendly, PDF & Email