গফরগাঁওয়ের অললী গ্রামবাসীর যোগাযোগের একমাত্র ভরসা বাঁশের সাঁকো।
প্রকাশিতঃ ৯:১৪ অপরাহ্ণ | জুলাই ১৩, ২০১৯
তারেক সরকার গফরগাঁও ঃ
ময়মনসিংহের জেলার গফরগাঁও উপজেলাধীন পাগলা থানার অন্তর্গত নিগুয়ারী ইউনিয়নের অললী, তললী, চামুর্থা, বেলদিয়া ও সাধুয়াসহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম হলো কদমতুলির বাঁশের সাঁকো।
ওই এলাকার মানুষ এ সাঁকো দিয়ে কত যুগ ধরে চলাচল করছে বর্তমান কালের যারা তারা কেউই বলতে পারবে না। তরে মুরুব্বীরা জানান, তাদের পিতা ও পিতামহ চলাচল করেছেন এ সাঁকো দিয়ে। কবে এ থেকে ওই এলাকার মানুষ পরিত্রাণ পাবে বা এর কোন সুরাহা হবে কি না কদমতুলি খালে বাঁশের সাঁকো দিয়ে চলাচল কারী সবার মাথায় বার বার এই প্রশ্নই ঘুরপাক খায় ।
গফরগাঁও উপজেলার পাগলা থানার অন্তর্গত নিগুয়ারী ইউনিয়নের অললী আর সাধুয়া গ্রামকে বিভক্ত করেছে কদমতুলি খাল। খালের উত্তর পাশে সাধুয়া গ্রাম ও দক্ষিণ পাশে অললী গ্রাম। অললী গ্রামে রয়েছে সাধুয়া শেখ রিয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়, অললী হাফিজীয়া কেরাতীয়া মাদরাসা, অললী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও অললী গাবতলি ফুরকানীয়া মাদরাসাসহ ৫/৬ শিক্ষা প্রতিষ্ঠান ও রয়েছে একাদিক হাটবাজার।
সাধুয়া গ্রামে রয়েছে সাধুয়া শামছুল হক ফাজিল মাদরাসা,সাধুয়া আবু সাইদীয়া দাখিল মাদরাসা, সাধুয়া মালেকা জুবায়েদা দাখিল মাদরাসা ও সাধুয়া প্রাথমিক বিদ্যালয়সহ ৪/৫ শিক্ষা প্রতিষ্ঠান এবং রয়েছে একাদিক হাটবাজার।বর্ষাকালে এই বাঁশের সাঁকো তলিয়ে গেলে আবালবৃদ্ধবনিতার সাথে রাখতে হয় একটি ব্যাগ আর বাড়তি কাপড়। বহু মানুষ দুর্ভোগ নিয়ে এই সাঁকো দিয়ে প্রতি দিন পারাপার হয়। মহিলা ও শিশুদের চরম দুর্ভোগ পোহাতে হয়। শিক্ষার্থীদের দুর্ভোগ সারা বছর।
এলাকাবাসী জানান, সাঁকোটির জন্য এ এলাকার ব্যাপক ভাবে উৎপাদিত সবজি ও কাঁচামালের ন্যায় দাম পাচ্ছে না এই দুই পাড়ের মানুষ।
-স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোঃআব্দুল কাসেম জানান, বছরে দুই বার সাঁকো টি এলাকাবাসীর আর্থিক সহায়তাকল্পে মেরামত করতে হয়। এখানে একটি পাকা ব্রিজ নির্মাণ অতি জরুরী।
আমরা এলাকাবাসীর আকুল আবেদন এই যে, ব্রিজ নির্মাণ করে বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলা ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে গফরগাঁও তথা ময়মনসিংহের অহংকার, সৎ ও পরিচ্ছন্ন রাজনীতির, উন্নায়নের রোল মডেল আমাদের নেতা মাননীয় সংসদ সদস্য জনাব ফাহমী গোলন্দাজ বাবেল এম পি মহোদয়ের সদয় দৃষ্টি কামনা করছি।


