ভালুকায় অব্যবস্থাপনা ও অবহেলায় চলছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট
প্রকাশিতঃ ৩:১৩ অপরাহ্ণ | জুলাই ১৪, ২০১৯
অব্যবস্থাপনা, অনিয়ম ও অবহেলার মধ্যে দিয়ে ভালুকা চলছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনের দ্বিতীয় দিনে শিক্ষা অফিস বা প্রশাসনের কাউকে মঞ্চে বা মাঠে না পাওয়া ক্ষোভ প্রকাশ করেছেন ক্রীড়ামোদী ও অভিভাবকেরা। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ৮টি স্কুলের খেলা পরিচালনায় ভিবিন্ন অব্যবস্থাপনা ও অনিয়ম দেখা যায়।
শনিবার বিকালে ভালুকা পাইল উচ্চ বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ ভাবে খেলাটির উদ্বোধন করেন স্থানীয় সংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আমাম্মেদ ধনু। তবে ২দিনের খেলায় আয়োজক শিক্ষা অফিস বা প্রশাসনের কোনো কর্মকর্তা ছিলেন না। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার, ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের দেখা মেলেনি। হাতেগোনা কয়েকজন শিক্ষক মাঠে ছিলেন। ছাত্রছাত্রীদের উপস্থিতিও আশানুরূপ ছিল না। খেলাতেও তেমন কোনো নিয়ম-কানুন ছিল না। ছেলেমেয়েরা যে যেভাবে পেরেছে খেলেছে। রেফারি থাকলেও খুব একটা বাঁশি বাজাতে হয়নি।
এ ধরনের আয়োজনে চরম ক্ষুব্ধ ক্রীড়ামোদী ও অভিবাবকেরা। দায়সারা ও হেলাফেলাভাবে টুর্নামেন্ট পরিচালিত হওয়কে কেউ কেউ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অশ্রদ্ধা প্রদর্শণ বলে আখ্যায়িত করেছেন। শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশ, বঙ্গবন্ধু শেখ মুজিব ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জীবনীসহ স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে প্রাইমারি স্কুলের ছেলেমেয়েদের উৎসাহিত করার লক্ষ্যে শিক্ষা বিভাগ গত কয়েক বছর ধরে টুর্নামেন্ট দুটির আয়োজন করে আসছে। এ নিয়ে সারাদেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হলেও কোথাও কোথাও সুনাম নষ্ট হচ্ছে। ব্যাহত হচ্ছে আয়োজনের মূল উদ্দেশ্য।
মাঠে আসা ছাত্রছাত্রীদের কয়েকজনকে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা সম্পর্কে জিজ্ঞাসা করার পর অনেকেই সঠিকভাবে জবাব দিতে পারেনি।
এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে মেদিলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব জাকির হোসেন শিবলী বলেন, ‘এমন অব্যবস্থাপনা ও অবহেলার আয়োজনে আমরা চরম ভাবে ব্যাথিত, আমার দৃষ্টিতে এ আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের প্রতি অশ্রদ্ধা প্রদর্শণ করা হয়েছে’।
উপজেলা শিক্ষা অফিসারের মুঠো ফোনে বার বার ফোন করলে তিনি ফোর রিছিব না করার তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


